ভ্যট রং করার নিয়ম:
উপকরনঃ
১। ৪ গজ কাপড়
উপকরনঃ
১। ৪ গজ কাপড়
২। এক তোলা রং ৪ গজ কাপড়ের জন্য।
৩। হাইড্রোজ+কস্টিক সোডা প্রতি গজে আলাদা আলাদা এক তোলা করে। ৪ গজে ৪ তোলা।
৪। বালতি (কাপড় , ক্যামিকেল ও রঙ গুলানোর জন্য)
৫। হ্যান্ড গ্লোভস
৬। বাধার জন্য সুতা/ ডস্টিন/ রাবার ব্যান্ড
পদ্ধতিঃ
১। প্রথমে কাপড় মাড় মুক্ত করতে হবে।
এর জন্য গরম পানি তে সাবান দিয়ে কাপড়টি ধুয়ে শুকাতে হবে।
.২। নিজের পছন্দ মত ডিজাইন করার জন্য কাপড়টিকে বাধতে হবে। যেই অংশ সাদা রাখতে চান সেই অংশ বাধতে হবে। যেই অংশে গিট দিবেন সেই অংশে রঙ ঢুকবে না।
.৩। অল্প গরম পানিতে রং
৫। হ্যান্ড গ্লোভস
৬। বাধার জন্য সুতা/ ডস্টিন/ রাবার ব্যান্ড
পদ্ধতিঃ
১। প্রথমে কাপড় মাড় মুক্ত করতে হবে।
এর জন্য গরম পানি তে সাবান দিয়ে কাপড়টি ধুয়ে শুকাতে হবে।
.২। নিজের পছন্দ মত ডিজাইন করার জন্য কাপড়টিকে বাধতে হবে। যেই অংশ সাদা রাখতে চান সেই অংশ বাধতে হবে। যেই অংশে গিট দিবেন সেই অংশে রঙ ঢুকবে না।
.৩। অল্প গরম পানিতে রং
আলাদা বাটি /কাপে গুলে নিতে
হবে। (এইভাবে ৫/১০ মিনিট রেখে দিতে হবে)।
৪। কাপড় ভেজার জন্য প্রয়োজনমত ফুটন্ত গরম
পানি প্লাস্টিকের বলে/বালতিতে
নিয়ে তাতে হাইড্রোজ+কস্টিক সোডা
দিতে হবে।
৫। এতে আগে থেকে গুলিয়ে রাখা রং ছেকে
৫। এতে আগে থেকে গুলিয়ে রাখা রং ছেকে
দিতে হবে। ভালভাবে নেড়ে মাড় মুক্ত কাপড় দিতে হবে এবং ৮/১০ মিনিট
রেখে নারাচাড়া করতে হবে।(এমন ভাবে নাড়তে হবে যেন রঙ কাপড়ের ভেতর ভালো ভাবে ঢুকে)।
.৬। কাপড়টিকে ভালোবাবে ধুতে হবে যতক্ষন না পর্যন্ত সাদা পানি বের হয়।
.৬। কাপড়টিকে ভালোবাবে ধুতে হবে যতক্ষন না পর্যন্ত সাদা পানি বের হয়।
.৭। এরপর কাপড়ের বাধন খুলতে হবে। এবং এই কাপড়টিকে বাতাসে বা রোদে শুকাতে দিতে হবে,
৮। শুকালে স্ত্রি করতে হবে।.
৮। শুকালে স্ত্রি করতে হবে।.