Monday, August 15, 2016

মাসকারা ব্যবহার এর টিপস

অনেক সময় মাসকারা টিউবের ভিতরের
লিকুইড অংশটি জমে যায়। যা ব্যবহার করার
সময় সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করতে
ব্যবহারের আগে মাসকারা টিউবটি গরম
পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন
আগের মতো জমাট অংশটি আবার তরল হয়ে
গেছে এবং ব্যবহার করতেও অনেক সুবিধা
হচ্ছে।

বেরেস্তা মুচমুচে করার পদ্ধতি

টিপস :- বেরেস্তা মচমচে ও সংরক্ষণ করার পদ্ধতি...
উপকরন :-
দেশি পেয়াজ ছোট সাইজের
তেল পরিমান মতো
কাঁচের বয়াম
যেভাবে করতে হবে :-
- পেয়াজ অবশ্যই দেশি এবং ছোট সাইজের নিতে
হবে ।
- পেয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে ধারালো
বটি বা চাকু দিয়ে খুব মিহি করে কুচি করতে হবে ।
- কুচি গুলো সব কাছাকাছি হতে হবে । কোনটা
মোটা কোনটা বেশি চিকন করলে অর্ধেক পুড়ে
যাবে বাকি অর্ধেক নরম থাকবে ।
- কুচি করা হলে পেয়াজের দ্বিগুণ তেল দিয়ে গরম
করে পেয়াজ কুচি দিয়ে দিন ।
- অল্প তেলে ভাজলে অনেক সময় নরম থাকে ।
- মাঝারি আচে ২-৩ মিনিট ভাজুন ।
- ভাজার শেষের দিকে কম আচে ভাজবেন ।
শেষের দিকে খুব দ্রুত কালার হতে থাকে ।
- স্মপুর্ন বাদামি কালার হওয়ার আগেই চুলা থেকে
নামিয়ে অন্য একটি পরিষ্কার কাঁচের পাত্রে তুলে
ফেলুন ।
- বাদামি কালার হয়ার আগ পর্জন্ত চুলায় রাখলে পুড়ে
যাবে তিতা লাগবে ।
- গরম ভাপ চলে গেলে পরিষ্কার কাঁচের বয়ামে
বেরেস্তা ভরে মুখ বন্ধ করে রাখুন ।
- বড় পেয়াজ দিয়ে করা যাবে না , চিনি বা লবন দেয়া
যাবে না ।
যেসব খাবারে ব্যাবহার করা যাবে :-
পোলাও , বিরিয়ানি , রোস্ট , হাড়ি কাবাব , কাবাব সহ
আরো অন্যান্য খাবারে ব্যাবহার করা যাবে ।

Thursday, August 4, 2016

মাত্র ২ মিনিটে ঠোট গোলাপি করার উপায়

উপকরন ১. কাঁচা দুধ ২. হলুদ(আমরা যে হলুদ দিয়ে রান্না করে খাই) পদ্ধতি ১. প্রথমে ঠোট ভিজিয়ে ভালো করে টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ২. এইবার দুধ আর হলুদ এর পেস্ট করে নিন। ৩. ঠোটে মিশ্রনটি মিশিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। ৪. ঠোটে ক্রীম লাগিয়ে আয়নার সামনে দাড়িয়ে দেখুন ম্যাজিক....